ইমদাদুল হক ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জে এম রশিদুল আলম রশিদের ছোট ভাই বিশিষ্ট ঠিকাদার রফিকুল ইসলামের বাসায় চুরির ঘটনা ঘটেছে । সরোজমিন তথ্য অনুসন্ধানে জানা যায়, ঠিকাদার রফিকুল ইসলাম, ডাঃ রাশেদা সুলতানার বাড়ির নিচ তালায় দীর্ঘদিন  ভাড়া থাকেন। ঈদের দিন সকালে রফিকুল ইসলাম তার পরিবার পরিজন নিয়ে বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়িতে ঈদ পালন করতে যায়, ঈদ উৎযাপন শেষে অাজ সোমবার ঈদের তৃতীয় দিন সকাল ১০টায় বাসায় ফিরে সকল আসবাবপত্র তন্নতন্ন দেখতে পায়। বাড়ির পেছনের জানালার গ্রীল কেটে চোর রুমের ভিতরে ঢুকে তিনটা রুমের আসবাবপত্রের ড্রয়ার ভেঙ্গে,১৩ ভরি স্বর্ন এবং নগদ ২৫০,০০০/ নিয়ে যায়।স্বর্নালংকারের মধ্য রফিকুল ইসলামের স্ত্রী  জামিলা খাতুন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আফরোজা বানুর ৩ ভরি স্বর্ন এবং তার সদ্য বিবাহিতা মেয়ে নূসরাতুল জান্নাত নিশার বিয়ের ১০ ভরি গহনা ছিল বলে জানায়। ১৩ ভরি গহনার মধ্য সীতা হার ছিল ৩টা বালা এক জোড়া ,চূড়ি এক জোড়া, কন্ঠ ১ টা,কানের দুল ৪টা, চেইন  ৫টা, আংটি ৫টা। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি দারুনভাবে মর্মাহত। এ  ব্যাপারে থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে