ইমদাদুল হক ঝিনাইদহ জেলা প্রতিনিধি:  

ঝিনাইদহের মহেশপুরে পাগলির গর্ভে জন্ম নেওয়া পালিত মা জোসেদা বিবি ও তার পালিত ছেলে সেই শিশু আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ রোববার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শিশু আব্দুল্লাহ সব সময় খোঁজ করতো তার গর্ভধারিনী মাকে। শিশুটি সবার কাছে বলে বেড়াতো ‘আমার মাকে আপনারা দেখেছেন? মাকে খুব দেখতে ইচ্ছা করে। আমার মা নাকি পাগলি? সবাই আমাকে শুধু মারে।’

এভাবেই কথাগুলো বলতো ৫বছর বয়সী শিশু আব্দুল্লাহ। পথশিশু হিসেবে তার পরিচয় ছিল।

জানা যায়, মহেশপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন (পাগলি) নারী থাকতেন। এক সময় তিনি গর্ভবতী হয়ে পড়েন। কিছুদিন পর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের কিছুদিন পর এলাকা ছেড়ে চলে যান তিনি। এরপর থেকে স্থানীয় আরেক ভিক্ষুক জোসেদা বিবি শিশুটিকে লালন পালন করেছেন। জোসেদা বিবিই তার নাম রাখেন আব্দুল্লাহ। ঠিকানাহীন আব্দুল্লাহ বেড়ে উঠে সেখানেই। অভাগা শিশুটির ঠাঁই হয় আরেক অভাগীর ঘরে। ভৈরবা বাজারের পূর্ব দিকে সরকারের এক টুকরো খাস জমিতে টিনের তৈরি ঝুপড়ি ঘরে তারা থাকতো। এই ঝুপড়ি ঘরের মালিক জোসেদা নামের এক ভিক্ষুক। বয়সের ভারে নুইয়ে পড়া পালিত মাই কোনো রকমে আব্দুল্লাহর মুখে দু’মুঠো ভাতের জোগান দিতো। চরম অর্থকষ্ট আর অভাব অনটনের মধ্যেও টাকার কাছে বিক্রি হননি এই মা। আজ সেই পালিত মাসহ শিশু আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে