ইমদাদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
লালন গবেষনা একাডেমী,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় অতিরিক্ত সমন্বয়কারি নির্বাচিত হওয়ায় ঝিনাইদহ লালন গবেষনা একাডেমীসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে  জাতীয় মহিলা সংস্থার ঝিনাইদহ জেলা কার্যালয়ে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
লালন গবেষনা একাডেমী,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় অতিরিক্ত সমন্বয়কারি নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ দীপ্তি রহমানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হন এই মাটি ও মানুষের গর্বিত সন্তান আধ্যাত্মিক বাউল সম্রাট. মহাত্মা ফকির লালন সাঁইজি, সিরাজ সাঁইজি এবং পাঞ্জু শাহের জন্মভূমি হরিনাকুন্ডুর গর্বিত সন্তান ঝিনাইদহ জেলা মহিলা শ্রমিকলীগের আহবায়ক ও জাতীয় মহিলা সংস্থা,ঝিনাইদহ জেলা শাখার চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা  স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহবায়ক  এবং জেলা নারী সমাজ কল্যান সমিতির সভাপতি দীপ্তি রহমান।
শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা শামীমুল ইসলাম শামীম,জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ও সদর উপজেলা স্বাধীনতা পরিষদের সভাপতি খানজাহান আলী,ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক হেলালী ফেরদৌসি, লালন গবেষনা একাডেমী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক হাসিবুর রহমান শিপন, মহারাজপুর ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আশিকুজ্জামান মিনার, জাতীয় মহিলা সংস্থার ঝিনাইদহ জেলা কার্যালয়ের জেলা কর্মকর্তা ব্রজেশ রমন গোয়ালা,মাঠ সমন্বয়কারি মোঃ ওমর ফারুক,অফিস সহকারি জহিরুল ইসলাম,ট্রেড প্রশিক্ষক ও সেলাই এমব্রডারী মোছাঃ কহিনুর বেগম,স্বেচ্ছাসেবক মেহেরুন্নেছা।লালন গবেষনা একাডেমীর পক্ষ থেকে ইনছান জোয়ার্দ্দার ও আশরাফুল ইসলামসহ ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকলীগ,সদর উপজেলা স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ,৭নং মহারাজপুর ইউনিয়ন শ্রমিকলীগ এবং স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে