ইমদাদুল হক ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঝিনাইদহ থানাধীন ভেটেরিনারি কলেজের সামনে থেকে আসামি ১। রাজু আহমেদ (২৬),পিতা- মোঃ নাজমুল হোসেন ২। রানা হোসেন (২৭),পিতা- কায়দার আলী,সাং- সুলতানপুর বাহাদুর পাড়া ,থানা – দর্শনা,জেলা- চুয়াডাঙ্গাকে ০১ (এক) কেজি গাজা সহ গ্রেফতার করে।