ইমদাদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে হিজড়াদের মধ্যে দীর্ঘ ১০ বছর ধরে চলমান বিবাদের অবসান ঘটালেন। শুক্রবার (১জানুয়ারী-২১) সদর থানার অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ মিজানুর রহমান ঝিনাইদহের হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষকে থানায় ডেকে তাদের কাছ থেকে এই বিবাদের কারন শোনেন।একপর্যায় তার বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে তাদের মধ্যে থাকা দীর্ঘ চলমান বিবাদের অবসান ঘটান।
সেসময় হিজড়া সম্প্রদায়ের উভয় পক্ষ ওসি’র কথা মেনে নেয়। এবং তাদের দু-পক্ষের করা থানায়/কোর্টে দায়েরকৃত অভিযোগ/মামলা প্রত্যাহার করে নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান করিবে মর্মে লিখিতভাবে অঙ্গীকার প্রদান করেন।
উল্লেখ্য: পাড়া-মহল্লায় নবজাতক শিশু নাচানো ও গান-বাজনা করাকালে স্থান ভাগাভাগি নিয়ে তাদের দু-পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। যা নিজেদের মধ্যে কোন সুরাহা না হওয়ায় তা এক পর্যায় সংঘর্ষে লিপ্ত হলে থানায় অভিযোগ করা সহ বিজ্ঞ আদালতে দু-পক্ষেই মামলায় জড়িয়ে পড়েন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন,হিজড়াদের মধ্যে দীর্ঘদিন ধরে দু-পক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ ও সংঘর্ষ চলে আসছিলো মর্মে থানায় লিখিত অভিযোগ করলে, তাদেরকে থানায় ডেকে শান্তিপূর্ণ মিমাংসা করে দেওয়া হয়েছে।