ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে অপহরণ ও হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। রবিবার(১৪ ফেব্রুয়ারী) দুপুরে কাচেঁরকোল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর পেশার শতাধিক মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুকজান বেগম, শম্পা খাতুন, শাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা, আইন শৃঙ্খলা বাহিনীর অনিহার কারণে সাংবাদিক মনির অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ১২দিনেও ঘটনার মূল আসামি ডিস বাবুসহ জড়িতদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। শিগগিরই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী(মঙ্গলবার) রাতে কচুয়া বাজার ব্রীজের উপর থেকে চোঁখ বেধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাহিনী। তাকে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন শেষে হাত-পা ও চোঁখ-মুখ বেধে মাইক্রোবাস থেকে বুধবার ভোর রাতে ফেলে যায় যায় শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে রাস্তার ধারে। স্থানীয়রা তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।