ইমদাদুল হক,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২০-২১ মৌসুমে পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায়, উপজেলার ১৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ বিভাগ কৃপাংশু শেখর বিশ্বাস।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লীজা, বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল, কৃষি সম্প্রসারণ কর্মকতা মাহবুব ইলাহি, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,বিআরডিবি কর্মকর্তা এনায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারন সম্পাদক শাহিন আক্তার পলাশ প্রমুখ।
প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার ও ৭৫০ গ্রাম উন্নত জাতের পেঁয়াজ বীজ প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে