ইমদাদুল হক ঝিনাইদহ:
আজ রবিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দরিদ্র পরিবারের সার্বিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে বিনামূল্যে ভ্যানগাড়ী ও সেমিপাকা ল্যাট্রিন সেট প্রদান করা হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র উপকারভোগীদের মধ্যে ভ্যানগাড়ী ও সেমিপাকা ল্যাট্রিন সেট প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দল হাই সিদ্দিকি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেবা সংঘের সভাপতি আমিনুর রহমান টুকু  ও মোঃ আনিছুর রহমান।
অনুষ্ঠানে বিনামূল্যে দরিদ্র উপকারভোগীদের মধ্যে ৮ টি ভ্যানগাড়ী ও ৮ টি সেমিপাকা ল্যাট্রিন সেট প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে