ইমদাদুল হক ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বিষয়খালী গ্রামে দীর্ঘ একমাস যাবৎ ক্ষুরা রোগে আনুমানিক ২০ টি গরু মারা যাওয়ায় গরু চাষীদের আহাজারি দেখার কেউ নেই।
এক একটি গরুর দাম দুই লক্ষ বা তার কম বেশি।এই এলাকার মানুষ বিভিন্ন ভাবে লোন নিয়ে গরু চাষ করে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন গরু মারা যাওয়ায় ক্ষতি গ্রস্থ হয়ে পথে বসেছে। সরেজমিনে যেয়ে দেখা যায় প্রায় প্রত্যক বাড়িতেই গরুর রোগ হয়েছে।এই রোগ হলে ছয় সাত দিনের মধ্যে গরু মারা যাচ্ছে। কিন্তু সরকারি কোন ডাক্তার কোন সহযোগিতা করেনি এমনকি সরকারী ডাক্তার কে তাও জানে না এলাকাবাসী।গরু মারা গেছে তেছেরের ১টি,সিরাজ আলীর ১টি,বারি সদ্দারের ১ টি,ইসরাইলের ১ টি,হাসেমের ১ টি,মনিরুলের ১ টি,মুসার ১ টি,পলাশ ঘোষের ২ টি,পল্লব ঘোষের ২ টি,কাননের ২ টি,মুক্তারের ১ টিসহ আরো অনেকে।
এ ব্যাপারের বিষয় খালী গ্রামের রাশেদ বলেন এখানে সরকারি ভাবে কোন ডাক্তার আসে না বা কোন সহযোগিতা পাওয়া যায় না।এলাকার লোকজন অসহায় হয়ে পথে বসে যাচ্ছে।
এ ব্যাপারে বিষয়খালী গ্রামের খোকন বলেন এই গ্রামে এতো গরু মারা যাচ্ছে বা অনেক গরুর রোগ হচ্ছে কিন্তু কোন ডাক্তার বা কেউ কোন সহযোগিতা করছে না।এ ব্যাপারে অত্র এলাকার দায়িত্ব জামিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে