ইমদাদুল হক ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১৪নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের ৮৭ লক্ষ ০৯ হাজার ৭শত ৪৫ টাকা উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেট ঘোষনা করা হয়। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ মাসুদ লিল্টন।
ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ মাসুদ লিল্টনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিত্য গোপাল সিকদার, সাধারন সম্পাদক রনজিত কুমার বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সচিব প্রতাপ বিশ্বাস, সাবেক সচিব কামরুজ্জামান, হিসাব সহকারী হালিমাতুজ্জোহরা, প্যানেল চেয়ারম্যান মোঃ কটন বিশ্বাস, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ ,শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট সভা শেষে বিশ্বমহামারি করোনা ভাইরাস রোধে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান মোঃ পারভেজ মাসুদ লিল্টন।