মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
মোংলা বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার লুব অয়েল, ৩৯টি ড্রাম ও একটি ট্রলারসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।আটকৃতরা হলেন, নিয়ামুল (২২), রফিকুল (২৫) ও হারুনকে (৩৫) তাদের বাড়ি মোংলার কানাইনগর ও জয়বাংলা এলাকায়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।
এ সময় অভিযানকারীরা ওই এলাকায় একটি ট্রলার আটক করেন। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৫০ লিটার লুব অয়েল ও তেল পাচার কাজে ব্যবহৃত ৩৯টি ড্রাম উদ্ধার করে।
বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে লুব অয়েল পাচারের অভিযোগে আটক করা হয় তিন চোরাকারবারি কে। মালামালসহ আটককৃতদেরকে রবিবার দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
শিরোনাম:
জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ চোরাকারবারি আটক
-
Reporter Name
- Update Time : ০১:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- ১৩৮ Time View
Tag :
Popular Post