বিশেষ প্রতিনিধি, জয়পুরহাট জেলা:

জয়পুরহাটে ৩০ কেজি ওজনের ৬১ বস্তা ভিজিডি কর্মসূচির চাল জব্দ করেছে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের সোনা মিয়ার ছেলে আব্দুল কাদের(৫০) পালিয়ে যান ।

রবিবার(২০ জুন) বিকালে কাদেরের নিজ বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল জানান, আব্দুল কাদের নিজ বাড়িতে সরকারি চালগুলো অবৈধভাবে মজুদ ও বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ভিজিডি কর্মসূচির ৬১ বস্তা ভর্তি ১৮৩০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে, পুলিশ তাকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে