জোনাক পোকা
মৃত্তিকা মজুমদার

জোনাক পোকার মৃদু আলো,
দিচ্ছে নতুন আলোর নেশা।
মৃদু আলো মৃদু ছায়া,
তারই মাঝে জ্যোৎস্নাধারা।

শিশির স্নিগ্ধ ঘাসের উপর,
পড়ছে রূপালী আলোর ছোঁয়া।
আম্র মুকুল পড়ছে ঝরে,
জ্যোৎস্নাধারার লগ্ন ধরে।

শিউলিগুলো পড়ছে ঝরে,
কচি ঘাসের বক্ষ পরে।
ভ্রমরটাও আজ আত্মহারা,
শিউলি ফুলের গন্ধ নিয়ে।

হলদে পাখিটা যায়নি নীঁড়ে,
আছে বসে আম্র ডালে।
দেখছে জ্যোৎস্নার অঝোরধারা,
অক্লান্ত দৃষ্টি দিয়ে।

হাজার জোনাকের আলোর মতো,
ঝরুক জ্যোৎস্না অবিরত,
এটাই যে তার পূর্ণতা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে