তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি:
কলকাতার উপকণ্ঠে দক্ষিণ চব্বিশ পরগণার মল্লিকপুর থেকে ৩ নভেম্বর গভীর রাতে এক জে এম বি বি জঙ্গিকে গ্রেফতার করল ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা (এন আই এ)।
ধৃতের নাম আব্দুল মান্নান। গোয়েন্দা সূত্রে জানা গেছে সে বাংলাদেশের বাসিন্দা। মল্লিকপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ ঘড়ার লস্কর পাড়ার একটা ছোট ঘর ভাড়া নিয়ে সে অন্য নামে ৭/৮ বছর ধরে বসবাস করছে। কখনো রং মিস্ত্রি, কখনো ফেরিওয়ালা, জামাকাপড় বিক্রেতা, কখনো হোটেল কর্মী প্রভৃতি নানা ধরণের পেশায় যুক্ত বলে পরিচয় দিত। সারা দিন বাড়ীর বাইরে থাকত, প্রায়ই রাত করে বাসায় ফিরত। সে যে ছদ্মবেশে জঙ্গিদের আস্তানা গড়ে তুলেছিল তা জেনে এলাকার মানুষ বিস্ময় প্রকাশ করে।
ধৃতের কাছে পাওয়া গেছে বাংলাদেশের পাশপোর্ট আর বিভিন্ন নামে নকল পাশপোর্ট, আধার ও ভোটার কার্ড। এছাড়া আরো কিছু গোপন নথিপত্রও তদন্তকারী দল উদ্ধার করেছে এবং সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে জুলাই মাসে হরিদেবপুর থেকে তিন জন জঙ্গিকে বিশেষ তদন্তকারী সংস্থা (এস টি এফ) গ্ৰেপ্তার করে। এদের মধ্যে মইনুল খান মে মাসে বাংলাদেশ থেকে এসে রশিদ সেখ, কখনো বা হিন্দু নামে হরিদেবপুরে আশ্রয় নিয়েছিল।এই জঙ্গি মডিউলের সঙ্গে ধৃত আব্দুল মান্নানের কাজের অনেক মিল খুঁজে পাওয়া গেছে। এরা সকলেই স্লিপার সেলের সদস্য বলে মনে করা হচ্ছে। হরিদেবপুরে ধৃতদের কাছে জেরা সূত্রে আব্দুল মান্নানের খোঁজ পাওয়া যায়। এরপর চারজনকে এক সঙ্গে ৮ নভেম্বর পর্যন্ত এন আই এ-র হেফাজতে নেওয়া হয়েছে। এদের কাছ থেকে জেরা করে নানা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে বলে তদন্তকারী সংস্থা দাবি করেছেন।