খুলনা প্রতিনিধি :
খুলনা জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মোল্লা শহিদুল ইসলাম শহিদকে মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার ঘোষ ও সহ-সভাপতি মো. নওশের আলী কর্তৃক অপমানজনক মন্তব্য ও জীবননাশের হুমকির প্রতিবাদে  গতকাল শুক্রবার বিকেল ৫ টায় রূপসা উপজেলা শ্রমিক লীগের আয়োজনে রূপসা ব্যাংকের মোড় চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব রূপসা ঘাট এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। রূপসা উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আশরাফ আলী রাজের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি তারেক আহমেদ টিপু, উপজেলা শ্রমিকলীগ নেতা, এস এম সোহেল হোসেন লিটন, সিদ্দিক শেখ, কামরুল শেখ, বিল্লাহ শেখ, সোহেল উদ্দিন রাজা, আবুল হোসেন, রিপন শেখ, কবির শেখ, মো. জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, সোহেল শেখ, মো. আল-আমিন, মো. আলিম শেখ, সেলিম বাবু, মামুন শেখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক লীগ নেতা মো. নাসির উদ্দিন, মুজিবর শেখ, আনোয়ার শেখ, ইউনুস শেখ, আরিফ শেখ, বিল্লাল শেখ, রাসেল শেখ, সুজন কাজী, নাজমুল শেখ প্রমুখ।
সমাবেশে বক্তারা, প্রাননাশের হুমকির তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে জীবন নাশের হুমকির ঘটনায় উক্ত মহানগর শ্রমিক লীগ নেতা রনজিৎ কুমার ঘোষ এবং নওশের আলী’র বিরুদ্ধে ভুক্তভোগী জেলা শ্রমিক লীগ নেতা শহিদুল ইসলাম মোল্লা খুলনার হরিণ টানা থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নং, ৭৭৯, তারিখ-১৩-৭-২০২২ইং।
এদিকে খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মোল্লাকে মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মো. নওশের আলী এবং সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ কর্তৃক জীবন নাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগ এবং নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগ নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলাম, সদস্য সচিব মো. আশরাফ আলী রাজ, দপ্তর সম্পাদক সোহেল হোসেন লিটন, শ্রমিক লীগ নেতা, সিদ্দিকুর রহমান, নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. জাহিদ হাসান, সহ-সভাপতি মো. মুজিবর শেখ, শ্রমিক লীগ নেতা, কামরুল, আলামিন শেখ, সোহেল শেখ, আলিম শেখ, আরিফ শেখ, মামুন, সোহেল, বিল্লু, বাবু, মহিদুল, মিলন শেখ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে