আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক করোনা প্রতিরোধে মাক্স, স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।
উল্লেখ, সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউ যখন দিন দিন ভয়াবহ রুপ ধারণ করতে শুরু করেছে, ঠিক তখনই পঞ্চগড় জেলা পরিষদ কর্তৃক জেলার ৪৩ টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে করোনা প্রতিরোধে মাক্স, স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বিতরণের কর্মসুচি হাতে নেয়। তারই ধারাবাহিকতায়, পঞ্চগড় জেলা পরিষদেন চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার সাদাত সম্রাট ১১ই এপ্রিল রোববার দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর, ধামোর, মির্জাপুর, তোড়িয়া, আলোয়াখোয়া, রাধানগর ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, প্রেস ক্লাবের প্রতিনিধি ও মেম্বারগণের হাতে করোনা প্রতিরোধ সামগ্রী তুলে দেন। এসময় পঞ্চগড় জেলা পরিষদ সদস্য মোঃ মাজেদুর রহমান বকুল, মোঃ মাসুদ করিম, মোছাঃ লুৎফা বেগম ও ইউপি চেয়ারম্যানগণ, ইউপি সদস্যগণ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।