বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা:

গত ৬ জুলাই দক্ষিণ চব্বিশ পরগণা জেলা শিক্ষা ও সমগ্ৰ শিক্ষা মিশনের পক্ষ থেকে জেলার মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ৩০ টি বিদ্যালয়কে চিহ্নিত করা হয়।

এর মধ্যে মন্দির বাজার থানার কাশীপুর আখড়াবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়কে জেলার সেরা স্বচ্ছ বিদ্যালয় ঘোষণা করা হয় এবং আলিপুর নব প্রশাসনিক ভবনে আয়োজিত এক সভায় স্মারক ও মানপত্র দেওয়া হয়।

কাশীপুর আখড়াবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা বৈরাগী-র হাতে স্মারক ও মানপত্র তুলে দেন সর্বশিক্ষা মিশনের আধিকারিক মৃণাল কান্তি বর। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ ও অন্যান্য আধিকারিকবৃন্দ।

সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয়কে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে বর্তমান প্রধান শিক্ষিকার সদিচ্ছা ও নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। পড়াশুনার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্নতা, পানীয় জলের ব্যবস্থা, শিশুদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, বৃক্ষ রোপন, কিচেন গার্ডেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে বিদ্যালয়ের উদ্যোগ স্থানীয় অধিবাসীদের মনে দাগ কেটেছে। এই সাফল্যের পিছনে সবসময় উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের সভাপতি ধ্রুবচাঁদ হালদার। ১৯৪২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৪০০ জন। পড়াশুনার মান ধরে রাখতে গেলে আরো শিক্ষক নিয়োগ জরুরী বলে মত প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা বৈরাগী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে