জীবন উল্লাসে
মিজানুর রহমান

কোকিলের কুহু কলরবে ,
‌ ভ্রমরের গুঞ্জনে ,
জীবন আজও উল্লাসিত ।
শিশির ভেজা প্রভাতের স্নিগ্ধ শীতলাতে,
প্রস্ফুটিত পুষ্প দানে,
ধরা আজও উন্মোচিত।
কুসুম আভায় হয়েছি আমি,
দূর্বায় মুক্তা মনি,
প্রভাত খনে দৃষ্টি মেলে, সেই মুক্তা মনি।
কচিকাঁচা ছুটে এলো,
সেই মুক্তা মাঠে।
বিভোর হয়ে প্রাণ জুড়ালো,
মুক্তা শীতলাতে।
মুক্তা মাঠে গান গেয়ে ভাই,
আজও চিরসুখী।
এখনো সেই রজনী তলায়,
ঘ্রাণের অনুভূতি।
দেহ মনে সর্বাঙ্গে,
রয়েছে এই অনুভূতি।
প্রকৃতির এই মেলবন্ধনে,
আজও আনন্দে মেতে উঠি!
সব মিলিয়ে হয়েছে মোদের,
উল্লাসিত জীবন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে