জীবন অবিরাম চলছে চলবে। এই জিনিসটা না দাঁড়াবে আপনার জন্য, না দাঁড়াবে আমার জন্য। অনেক হাজার কোটি বছর ধরে এরই প্রচলন চলে আসছে। সবই এক রকম থাকছে, হয়তো মানুষের চলার দিকগুলো পরিবর্তন হচ্ছে।

মাদকাসক্তি নামের কালো মেঘ সমাজকে যেন ঘিরে রেখে দিয়েছে। যার কারণে বেশির ভাগই আক্রান্ত হচ্ছে আমাদের দেশের যুব সমাজ। যারা আমাদের আগামীর স্বপ্ন আর এই মাদকাসক্তি নামের কালো মেঘ কি কখনোই সরে গিয়ে, একটু আলো কি আমাদেরকে দিতে পারবে না? জীবনে চলার পথে যেই রীতিগুলো চলে এসেছে আজও সেই রীতিগুলোই চলছে। কিন্তু একটু ভিন্নভাবে লক্ষ্য করলে বুঝা যায় যেমন আগে মানবতাবোধ বলতে বোঝানো হতো ক্ষমা কিন্তু বর্তমানে বোঝানো হয় খুনের বদলা খুন। পরিবার বলতে বোঝানো হতো সুখের সংসার কিন্তু বর্তমানে তা ঘরে ঘরে যুদ্ধ। নেতা বলতে বোঝানো হতো গরীবের বন্ধু কিন্তু বর্তমানে এখন তা গরীবের দুশমন। আন্দোলন বলতে বোঝানো হতো প্রতিবাদ কিন্তু এখন বোঝানো হয় বোমা হামলা ছাড়া আর কিছুই না। আগে সম্পর্ক ছিলো জনম জনম কিন্তু এখন সম্পর্কের কোন স্থিতি নাই। রাজনীতি বলতে বোঝানো হতো জনগণের স্বার্থে নিয়োজিত প্রাণ কিন্তু এখন তা বদলে হয়েছে একভাগ জনসেবা নিরানব্বই ভাগ পলিটিক্স। এই পলিটিক্স শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ থাকেনি। এটি রয়েছে আজ ফলের দোকানে, টিভি বিনোদনে, ক্ষমতায়নে, কেনা- কাটায়, মূল্য- ছাড় ছাড়াও আরো অনেক কিছু। শিক্ষকেরা পর্যন্ত এই জিনিসটি থেকে রেহাই পায়নি। আর এখন এই যুগে শিক্ষার্থীরা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যায় শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য, জ্ঞান আহরণের জন্য নয়। প্রতারণা বর্তমানে সবক্ষেত্রে প্রচলন আছে। বর্তমানে দূর্ণীতি বলতে এটাই বোঝানো হয়ে থাকে যে, যা অতীতে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই দূর্ণীতি কি সারাজীবন চলে আসবে? আমরা সবাই মিলে এই সমাজকে, এই দেশকে রক্ষা করতে শত পা না হোক এক পা ও কি এগিয়ে আসতে পারবো না? আমাদেরকে কাজী নজরুল, তিতুমীর এর মতো বিদ্রোহী হতে হবে না। শুধুমাত্র একটু সচেতন হই তাহলেই হবে। আমরা আমাদের দেশকে শতভাগ না হোক অন্তত দশভাগ দূর্ণীতি মুক্ত করতে পারবো না? তাই আসুন আমাদের সকলের হাজার চেষ্টা না হোক একটু চেষ্টা করি যদি দেশকে একটুখানি দূর্ণীতি মুক্ত করতে পারি বা আলোকিত করতে পারি ক্ষতি কি বলুন!

লেখকঃ
উপ- তথ্য ও প্রযুক্তি সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী জেলা শাখা।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট (কেন্দ্রীয় কমিটি)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে