জিহাদের ডাক
———ফারজানা জামান ববি
আয়রে নবীন আয়রে তরুন,
আয়রে তোরা আয়,
দ্বীন ইসলামের পথে মোরা,
জীবন গড়ে যায়।
জীবন বিনায় ঐক্য হয়ে,
পাক কুরআনের নিশান,
শিখব মোরা কুরআন হাদিস,
জাগবে নতুন উষান।
রইবে না আর দেশ জুড়ে,
অন্যায় অবিচার,
সইবে না আর বন্দীনিদের ভ্রান্ত
অবাধ অনাচার।
অগ্নিশিখা জলে উঠুক আজ,
আগ্নেয়গিরির দাবানলে,
রাসুলের অপমানে মুস্টিবদ্ধ করে হাত,
হও সোচ্চার রোষানলে।
আল্লাওয়ালাদের বিরুদ্ধে মিথ্যের অপবাধ,
সইবোনা আর আর,
যায় যাবে প্রান তবে,
ভরে যাক ধ্বংসের আঁধার।
ধর্মের অপমানে যদি না কাঁদে
তোর প্রান,
মুসলিম নয় কাফের তুই,
রাসুলের দুশমন।
উড়াইতে হবে কালেমার পতাকা,
বাংলার আকাশে,
জিহাদের ডাকে তোরা ছুটে আয়,
দ্বীন ইসলামের সুবাসে।