ক্রীড়া ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ভোরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে মুমিনুল হকের নেতৃত্বে ১৭ সদস্যের টেস্ট দল কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়ে।
এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার কারণে টেস্ট স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটার ও কোচিং স্টাফরা প্রথম দফায় জিম্বাবুয়ে গেলেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পরের দফায় যাবেন।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ৯ই জুলাই রওনা হবেন সীমিত ওভারের ক্রিকেটাররা। এছাড়া সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়ে যাবেন।
দেশ ছাড়ার আগে ক্রিকেটার এবং কর্মকর্তাদের প্রথম দফা করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।জিম্বাবুয়ে পৌঁছানোর পর বাংলাদেশ দলকে এক দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। পর দিনই অনুশীলন করবেন তামিমরা। এরপর ৩রা ও চৌঠা জুলাই সফরকারীরা দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। ৫ই ও ৬ই জুলাই অনুশীলন করে ৭ই জুলাই মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচটি।
এরপর ১৬, ১৮ ও ২০শে জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭শে জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।