জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় শালকে’কে ৩-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। চলতি মৌসুমে এটি তাদের তৃতীয় জয়। 

শনিবার (২৪ অক্টোবর) ঘরের মাঠে খেলার শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে বরুশিয়া। তবে, প্রথমার্ধে সুবিধা করতে পারেনি তারা। আর দ্বিতীয়ার্ধেই আসে তাদের সাফল্য।

ম্যাচের ৫৫ মিনিটে গোল করেন মানুয়েল আকানজি। আর ৬১ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান আরলিং হাল্যান্ড। ৭৮ মিনিটে দলের তৃতীয় ও ম্যাচের শেষ গোলটি আসে ম্যাটস হাম্মেলসের কাছ থেকে।

এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বরুশিয়া ডর্টমুন্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে