আন্তর্জাতিক ডেস্ক :

জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮।

তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। জাপান ও মার্কিন কর্তৃপক্ষ একথা জানায়। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের মিয়াগি অঞ্চলের ইশিনোমাকি উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরের তলদেশের ৪৭ কিলোমিটার গভীরে মধ্য-সকালের দিকে এ ভূমিকম্প আঘাত হানে। ২০১১ সালের ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

ইউএসজিএস ও জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এ ভূমিকম্পের কারণে সুনামির কোন ঝুঁকি নেই। এর আঘাতে জাপানের পূর্ব উপকূলের বিভিন্ন অঞ্চল অনেক জোরে কেঁপে উঠে এবং টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

জাপানের ভৌগলিক অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প আঘাত হানে।

সূত্র : এএফপি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে