ময়মনসিংহ সংবাদদাতা: স্বজনের জানাজায় যাওয়ার পথে ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজনসহ আট যাত্রী। আহত হয়েছেন আরো ছয় জন। আজ (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাশাটি নামক স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে একই পরিবারের চারজনসহ আটজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-শেরপুর সড়কে ফুলপুরের বাশাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর জেলার নালিতাবাড়িতে স্বজনের জানাজায় যোগ দেয়ার উদ্দেশে যাচ্ছিলেন মাইক্রোবাসটির যাত্রীরা।
খবর পেয়ে ফুলপুর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। পরে শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন শিশু, পাঁচজন নারী ও দুইজন পুরুষ। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরো ছয়জনকে।
মাইক্রোবাসটিতে ১৫জন যাত্রী ছিলো বলে জানা গেছে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।