ক্রীড়া ডেস্ক: 

নতুন জার্সিতে লিওনেল মেসির গোলের অপেক্ষায় ছিলেন প্যারিসবাসী। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

আর্জেন্টিনার এই জাদুকরের অভিষেক গোলের রাতে জয় পেলো ফরাসি ক্লাব পিএসজি। ২-০ গোলে ম্যান সিটিকে হারিয়েছে পিএসজি। সাবেক গুরু পেপ গার্দিওলার বর্তমান দল ম্যানচেস্টার সিটি দেখলো নতুন জার্সিতে মেসির উল্লাস।

আক্রমণ পাল্টা আক্রমণে এদিন শুরু থেকেই জমে ওঠে মাঠের লড়াই। সমান সুযোগ তৈরির চেষ্টা করছিল দুই দলই। তবে ম্যাচের নয় মিনিটে প্রথম বাজিমাত করে পিএসজি। ডি বক্সের ভেতরে বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন গুয়ে। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় সিটি। সংগঠিত এক আক্রমণে একাধিকবার বল পোস্টে না লাগলে ২৬ মিনিটেই সমতা ফেরাতে পারত অতিথি সিটি। ৩৮ মিনিটে দারুণ আক্রমণে সুযোগ তৈরি করে পিএসজি। কিন্তু গোলরক্ষকের দক্ষতায় বেঁচে যায় সিটি। ৪৩ মিনিটে কাছাকাছি গিয়েও গোল পায়নি সিটি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দুইদল। তবে সুযোগ তৈরিতে সিটিই বেশি এগিয়ে ছিল। যদিও বেশিরভাগ আক্রমণ পিএসজি ডিফেন্সে গিয়ে আটকে যায়।

ম্যাচের ৭৪ মিনিটে প্যারিসে আনন্দের উপলক্ষ নিয়ে আসেন মেসি। এমবাপ্পের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি বক্সের কাছাকাছি জায়গা  থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দুই গোলে পিছিয়ে পড়ার পর চেষ্টা করেও আর ব্যবধান কমাতে পারেনি ম্যান সিটি।

একই রাতে পোর্তোর মাঠে গোল উৎসবে মেতেছে লিভারপুল। নিজেদের দ্বিতীয় ম্যাচে লিভারপুলের জয় ৫-১ গোলের বড় ব্যবধানে। জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনো। তবে চমক জাগানো নবাগত দল শেরিফ তিরাসপুলের কাছে হেরে অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। মলডোভার ক্লাবটির কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল। আরেক ম্যাচে যোগ করা সময়ে লুইস সুয়ারেজের গোলে এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে