নিজস্ব প্রতিবেদক:

 মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রত্যুষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বীর শহীদদের প্রতি।

সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

এরপর আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এছাড়া, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

এসময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে