প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের (পিএমও) করোনাকালীন বিশেষ অনুদানের ৫০ লাখ টাকার চেক জাতীয় প্রেস ক্লাবকে প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীর পক্ষে প্রেস সচিব ইহসানুল করিম আজ বিকেলে এই চেক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কাছে হস্তান্তর করেন।
এসময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারি প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস এবং সহকারি প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন।