নিজস্ব প্রতিবেদক :
জাতীয় দলের সাবেক ক্রিকেটার খন্দকার মোশাররফ হোসেন রুবেল আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ (মঙ্গলবার) তার মৃত্যু হয়।
গণমাধ্যমকে রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। অপারেশনের পর দেড় বছরের চিকিত্সায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু সম্প্রতি আবারো মাথাচাড়া দিয়ে ওঠে টিউমারটি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলছিল কেমোথেরাপি। তার রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি শুরু হয় ডিহাইড্রেশন। সঙ্গে কিডনির ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয়।
প্রায় তিন বছর ধরে রুবেলের ব্রেন টিউমারের চিকিত্সা চলছিল। তিনি সিঙ্গাপুরেও বেশ কিছুদিন চিকিত্সা নিয়েছেন।
স্কয়ার হাসপাতাল থেকে গত শুক্রবার বাসায় ফিরেছিলেন রুবেল। এরপর আবার ভর্তি হন ইউনাইটেড হাসপাতালে। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় রুবেলের। জাতীয় দলের হয়ে খেলেছেন পাঁচটি ওয়ানডে। ৪.৪৫ ইকোনোমিতে নিয়েছেন চারটি উইকেট। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন বাঁহাতি এই অর্থডক্স স্পিনার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১১২ ম্যাচে নিয়েছেন ৩৯২ উইকেট। ব্যাট হাতে করেছেন ৩৩০৫ রান। ছিল দুটি সেঞ্চুরিও।