মোংলা প্রতিনিধি:

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতার স্মরণে মোংলায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলী আয়োজনে মোংলায় আওয়ামীলীগের কার্যালয়ে এই শোকসভা অনু্ষ্ঠিত হয়।

আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শোকসভায় সভাপতিত্বে করেন বিরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি, বাগেরহাট জেলা পরিষদে সদস্য শেখ আব্দুর রহমান।শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু প্রমূখ।

এ সময় বক্তারা বলেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কে যারা মেনে নিতে পারেনি, যারা পতাকাকে মেনে নিতে পারে নি তারা দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করে জাতিয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে