নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুাবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কবির পরিবার, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। এসময়, দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে কবির প্রাসঙ্গিকতার কথা স্মরণ করে তিনি বলেন, কবির সৃষ্টিশীল কাজ এখনো মানুষকে অনুপ্রাণিত করে। পরে সংস্কৃতি মন্ত্রনালয়ের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও।