Dhaka ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় কবির স্মৃতিচিহ্ন সংরক্ষণ শুরু করবে সরকার : উপদেষ্টা ফারুকী

  • Reporter Name
  • Update Time : ০২:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • 25

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কাজ শুরু করবে সরকার। তবে এই সরকারের আমলে হয়তো স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ হবে না। পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে এই কাজটা শেষ করতে হবে।

রোববার (২৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম বর্ণাঢ্য চরিত্রের অধিকারী ছিলেন। উনাকে নিয়ে সিনেমা বানালে বিশ্বব্যাপী সমাদৃত হবে। জাতীয় কবির দর্শন অনেক চমৎকার ছিল। নজরুল ইনস্টিটিউট সেগুলো অনুবাদের কাজ করছে। এখানে সরকারি কোনো প্রোপাগান্ডা থাকবে না। একটা সত্যিকার কাজ হবে।

জুলাই আন্দোলনে কবি কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা উল্লেখ করে তিনি বলেন, আপনারা যদি গত জুলাই মাসজুড়ে আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন নজরুল কি রকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। দেয়ালের লেখনিতে দেখবেন নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল। এটি কিন্তু শিল্পের শক্তি, আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান কবিতা লিখেছেন, উনি তখনো জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। এটিকে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানসহ নজরুল পরিষদসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

জাতীয় কবির স্মৃতিচিহ্ন সংরক্ষণ শুরু করবে সরকার : উপদেষ্টা ফারুকী

Update Time : ০২:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কাজ শুরু করবে সরকার। তবে এই সরকারের আমলে হয়তো স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ হবে না। পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে এই কাজটা শেষ করতে হবে।

রোববার (২৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম বর্ণাঢ্য চরিত্রের অধিকারী ছিলেন। উনাকে নিয়ে সিনেমা বানালে বিশ্বব্যাপী সমাদৃত হবে। জাতীয় কবির দর্শন অনেক চমৎকার ছিল। নজরুল ইনস্টিটিউট সেগুলো অনুবাদের কাজ করছে। এখানে সরকারি কোনো প্রোপাগান্ডা থাকবে না। একটা সত্যিকার কাজ হবে।

জুলাই আন্দোলনে কবি কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা উল্লেখ করে তিনি বলেন, আপনারা যদি গত জুলাই মাসজুড়ে আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন নজরুল কি রকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। দেয়ালের লেখনিতে দেখবেন নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল। এটি কিন্তু শিল্পের শক্তি, আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান কবিতা লিখেছেন, উনি তখনো জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। এটিকে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানসহ নজরুল পরিষদসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।