মোছাব্বর হাসান মুসা বগুড়া জেলা প্রতিনিধি:
স্বেচ্ছাব্রতী সংগঠন দুপচাঁচিয়া স্টুডেন্ট ক্লাব কর্তৃক জাতীয় অনলাইন প্রেসক্লাব দুপচাঁচিয়া শাখার নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন।
একজন মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচানোর জন্য এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
ধাপ শুখান গাড়ি গ্রামের সিরাজুল ইসলাম অসুস্থ অবস্থায় রক্তের প্রয়োজনে জাতীয় অনলাইন প্রেসক্লাবে এসে প্রেস ক্লাব কর্তৃপক্ষকে জানান তার তিন ব্যাগ রক্তের প্রয়োজন। সেই সময় জাতীয় অনলাইন প্রেসক্লাব দুপচাঁচিয়া শাখার সভাপতি মোসাব্বর হাসান মুসা মুমূর্ষ রোগী সিরাজুলের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন ” জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন।”
উক্ত পোস্টটি দুপচাঁচিয়া স্টুডেন্ট ক্লাবের সভাপতি রাজু পরামানিক শাওন সাথে সাথে তার বন্ধুদের শেয়ার করে রক্তের ব্যবস্থা করে দেন। অসুস্থ সিরাজুলকে পরপর তিন বার তিন ব্যাগ রক্ত দিয়ে তারা তাকে সহযোগিতা করেছেন।
উক্ত মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে সহযোগিতা করার কারণে দুপচাঁচিয়া স্টুডেন্ট ক্লাবের সভাপতি, সেক্রেটারিসহ সদস্যরা প্রেসক্লাব কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানোর সিদ্ধান্ত নেন।
এ সময় জাতীয় অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের সদস্য সেরেকুল ইসলামসহ আরও উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোছাব্বর হাসান মুসা, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,মোহনা টেলিভিশনের দুপচাঁচিয়া প্রতিনিধি এম আর লোটাস, প্রেসক্লাবের সদস্য শাহিনুর ইসলাম মিঠু প্রমুখ।
দুপচাঁচিয়া স্টুডেন্ট ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া স্টুডেন্ট ক্লাবের সভাপতি রাজু প্রাং শাওন, সাধারণ সম্পাদক রায়হান প্রামানিক, যুগ্ম সম্পাদক সিয়াম,শাপলা স্কুল শাখার সভাপতি তামিরুল ইসলাম তুহিন,সাধারণ সম্পাদক জিএম রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভাল কাজ করার জন্য সবসময় স্টুডেন্ট ক্লাব জাতীয় অনলাইন প্রেসক্লাব এর সাথে ও পাশে থাকবেন বলে নেতৃবৃন্দরা জানান।