ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর মেইন বাসষ্ট্যাণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সু যোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ সম্বলিত ঈদ শুভেচ্ছা তোরণ ভেঙে ডাস্টবিনে ফেলে দেয়। গত ১৪/৫/২০২১ ইং তারিখ রাতের আঁধারে যে কোন এক সময় কে বা কাহারা এই তোরণ টি হাত করাত দিয়ে কেটে ডাস্টবিনে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেয়। এর আগে তোরণ টির কাপড় কেটে কিছু অংশ বিনষ্ট করা হলে পূনরায় সেটি মেরামত করে আবার তৈরি করা হয়। ঈদের দিন রাতের আঁধারে অজানা যে কোন এক সময় তোরণ টি সম্পূর্ণ রূপে বিনষ্ট করা হয়। এটা করেই ক্ষান্ত হয়নি সেই তোরণ টির বাঁশ খুঁটি কাপড় ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সু যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কেন্দ্রীয় যুবলীগ সভাপতি সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ সম্বলিত ঈদ শুভেচ্ছা ফেস্টুন কেঁটে দলিয়ে মুঁচড়ে দুইশো গজ দুরে ময়লার স্তুপের উপর ফেলেছে। এটা কোন রাজনৈতিক দলের পরিচয় বহন করে না। যাহারা বাংলাদেশ তথা গনতন্ত্রের বিশ্বাস করে না,যাহারা জাতির পিতাকে মনে প্রানে মেনে নিতে চাই না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতাই দেখতে চাই না তাঁরাই এই ভাবে জাতির পিতার ছবিতে নোংরা মানসিকতা দেখিয়েছে। যাঁরা বাংলাদেশ কে জঙ্গী রাষ্ট্র তৈরি করতে চাই যাদের কাজ বাংলাদেশ কে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা তাঁরাই এই ভাবে জাতির পিতার ছবিতে নোংরা মানসিকতা দেখিয়েছে। ১৫ আগষ্ট ২১ আগষ্ট যাঁরা সৃষ্টি করেছিল তাদের দোসর রাই আজ এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বলে মনে করেন এস বি কে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল জলিল বিসু। যুবলীগের সভাপতি বলেন আমরা সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ কোটচাঁদপুর মহেশপুর গনমানুষের প্রানপ্রিয় নেতা কোটচাঁদপুর মহেশপুর উন্নয়নের কারিগর। বর্তমান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ঝিনাইদহ ৩ আসনের জামাত বি এন পি অধ্যষিত এলাকায় বিপুল ভোটে জয়লাভ করেন এই নেতা। আওয়ামী লীগের দূর্দীনের কান্ডারী জয়লাভ করার পর এলাকার উন্নয়ন দেখে সবাই মাননীয় প্রধানমন্ত্রী সহ জাতির পিতার সোনার বাংলা সোনায় রুপান্তরিত হতে শুরু করে এই কোটচাঁদপুর মহেশপুর এলাকায়। তারই ধারাবাহিকতায় আজ কিছু অসাধু প্রকৃতির মানুষ এই নেতার ছবি সহ জাতির পিতার ছবির উপর এমন হস্তক্ষেপ করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও বিচার চাই। এই বিষয়ে থানায় কোন অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে এস বি কে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল জলিল বিসু তিনি বলেন অভিযোগ মহেশপুর থানায় করা হয়েছে ১৬/৫/২০২১ ইং তারিখ থানায় হাজির হয়ে। জিডি নং জানতে চাইলে তিনি জানান আর ৭৭৫,১৬/০৫/২০২১ জিডি করেন মোঃ মিঠুন ওরফে লিটন (৩২) পিতা মৃত চাঁন মিয়া ব্যাপারী এস বি কে ইউনিয়ন যুবলীগের সদস্য। কাহাকেও সন্দেহ করা হয় কি না বা নাম দিয়ে জিডি করেছেন কিনা জানতে চাইলে। তিনি বলেন আমরা কাউকে দেখিনি সেহেতু কাহাকেও নাম উল্লেখ করিনি।তবে জিডিতে আমরা সন্দেহ করেছি যাহারা ২০০১ সালে জাতির জনকের ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি বিভিন্ন সরকারি দপ্তরে হামলা চালিয়ে ভেঙে ছিল ও ২০১৪ যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উপর হামলা করেছেন তাঁরাই এই কর্মকাণ্ড করতে পারে বলে মনে করেন।এস বি কে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল জলিল বিসু আরও বলেন আমরা মহেশপুর উপজেলা যুবলীগ প্রতিবাদ সভা করবো এর দোষী দের দ্রূত গ্রেফতার করে আইনের আওতায় আনতে মাননীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।