জরুরি সেবা দিতে রোগীর দুয়ারে আক্ষরিক অর্থেই ডাক্তার উড়ে আসবেন। উড়োজাহাজ বা হেলিকপ্টারে চেপে নয়, ‘জেট স্যুটের’ মাধ্যমে দুর্গম পথ পাড়ি দেবেন তারা।
যুক্তরাজ্যে এমনই ঘটনা ঘটতে চলেছে। তার এক মহড়াও দিয়ে ফেলেছে দুটি প্রতিষ্ঠান। খবর ডয়চে ভেলে’র। ভিডিও দ্যা টেলিগ্রাফ’র।
ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের এক গ্রামে ১০ বছরের একটি মেয়ে পাহাড় থেকে পড়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক চিকিৎসা দরকার হয় মেয়েটির। প্রযুক্তিবিদ রিচার্ড ব্রাউনিং এ খবর পান। কিন্তু কী উপায়ে দ্রুত পৌঁছানো যায় আহত মেয়েটির কাছে? ব্রাউনিং একটি বিশেষ বৈদ্যুতিক স্যুট গায়ে দেন। বৈদ্যুতিক এ স্যুটটির সুইচ চালু করার সঙ্গে সঙ্গে ঠিক ৯০ সেকেন্ডে ডাক্তারসহ উঁচু পর্বতের ওপর দিয়ে গন্তব্যে পৌঁছে যান তিনি।
স্যুট প্রস্তুতকারক প্রতিনষ্ঠানটি জানায়, স্যুটটি ঘণ্টায় ৫১ কিলোমিটার বেগে ১২ হাজার ফুট ওপর দিয়ে উড়তে পারে।