মহীতোষ গায়েন, মফস্বল সম্পাদক,পশ্চিমবঙ্গ:
আজ ২২শে জুন, “দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গে”র মালদহ জেলা প্রতিনিধি শ্রী অনুকুল বিশ্বাসের শুভ জন্মদিন। প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিন একটি বিশেষ দিন। মানুষ এদিনই প্রথম এই পৃথিবীর আলো দেখেছিল। তাই এদিনটিতে প্রত্যেকটি মানুষ নিজেকে ফিরে দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না।নিজেকে নতুন করে আবিষ্কার করার অনুভূতি কোনো না কোনো ভাবে স্মরণীয় করে রাখতে চায়।তাই সবার কাছেই প্রতিটি জন্মদিন এক বিশেষ দিন।
কেউ তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ধুমধাম করে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করেন। কেউ প্রতিদিনের রুটিন মাফিক কাজ থেকে ছুটি নিয়ে সারাটা দিন পরিবারের সঙ্গে সময় কাটান। কেউ আবার পরিবারের সঙ্গে দূরে কোথাও ছুটি কাটাতে চান। অর্থাৎ জন্মদিন পালনে বিভিন্ন মানুষের ইচ্ছে বা ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
এবছর অনুকুল বিশ্বাস তার জন্মদিন সম্পূর্ণ ভিন্নস্বাদে পালন করলেন। তিনি মালদহ জেলার পুরাতন মালদহ ব্লকের সোনাঝুরি গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে ফলের বাগান করে দিলেন। অর্থাৎ বৃক্ষ রোপনের মধ্যদিয়ে তিনি তাঁর জন্মদিন পালন করলেন। সাধারণতঃ আদিবাসীদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে অপুষ্টিজনিত সমস্যা পরিলক্ষিত হয় কারণ তাঁদের অধিকাংশ পরিবারই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মধ্যে পড়ে।তাঁদের সমাজে ছোট ছোট শিশু থেকে শুরু করে পূর্ণ বয়স্ক মানুষের মধ্যেও অপুষ্টির থাবা ভয়ঙ্কর আকারে দেখা যায়। এ সমস্ত কারণে তিনি তাঁর জন্মদিনে তাঁদের মধ্যে ফলের বাগান তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন তিনি আদিবাসীদের বাড়িতে বিভিন্ন রকম ফলের মধ্যে আম, জাম, কাঁঠাল, বেদানা, লিচু, আতাসহ অন্যান্য ফলের গাছ রোপন করলেন।
অনুকূল বাবুর কথায় এখানে তিনি এক ঢিলে দুই পাখি মেরেছেন কারণ যেকোনো বৃক্ষরোপণ পরিবেশের পক্ষে যেমন অনুকূল ,সেইসঙ্গে সেই গাছ গুলো যখন ফল দেবে তখন এলাকার মানুষের অপুষ্টি সমস্যার সমাধানেও সহায়ক হবে।
অনুকুলবাবুর এমন নজিরবিহীন জন্মদিন পালনের সিদ্ধান্তে এলাকার সহজ সরল মানুষজন সাধুবাদ জানিয়েছেন।