গত ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল।
বিয়ের পর হায়দরাবাদে একটি রিসেপশন পার্টিও দিয়েছিলেন এই দম্পতি। এই মুহূর্তে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে মালদ্বীপে রয়েছেন অভিনেত্রী।
মালদ্বীপের সৈকতে একান্ত মুহূর্তে ধরা পড়েছেন কাজল আগারওয়াল। বেশকিছু ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছন তিনি। মালদ্বীপের সৈকতে ব্যাকলেস লাল ম্যাক্সি ড্রেসে দেখা যায় কাজল আগারওয়ালকে।
কাজল নিজেই হবু বর গৌতমের সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়েছিলেন আগেই। জানা গেছে, কাজল আগারওয়ালের স্বামী গৌতম একজন ব্যবসায়ী, ইন্টেরিওর ডিজাইনার ও ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক।
প্রসঙ্গত, কাজল আগরওয়ালের বিয়ের ঠিক পরপরই ছিল করওয়া চৌথ। গত ৪ নভেম্বর স্বামী গৌতমের সঙ্গে মিলে করওয়া চৌথের ব্রতও পালন করেন তিনি।
মধুচন্দ্রিমা কাটানোর এইসব ছবিতে কাজলের হাতে ও পায়ে এখনও শোভা পাচ্ছে বিয়ের মেহেন্দি। তাঁর সঙ্গে রয়েছে একটি বেতের ব্যাগ, টুপি ও চশমাও।
সূত্র-জিনিউজ।