ছায়ানটের আয়োজনে চার দিনব্যাপী শুদ্ধসংগীত ‘জাগ রে জাগ’ শুরু হচ্ছে আজ। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় শুরু হবে এ আয়োজন।
শুধুমাত্র সমাপনী দিন ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় অনুষ্ঠিত হবে এই আসর।
তবে এবার সরাসরি দর্শক বা শ্রোতাদের উপস্থিতিতে নয়, এই আসর বসবে অনলাইনে।
আয়োজকরা জানান, দর্শকরা এ আয়োজন দেখতে চাইলে চোখ রাখতে হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও সংগঠনের ফেসবুক পেজে।