ডেস্ক রিপোর্টঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী আব্দুল হাকিম সবুজের সাংগঠনিক তৎপরতার প্রতি ঈর্ষান্বিত হয়ে মিথ্যা প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আওয়ামিলীগ, অঙ্গসহযোগী সংগঠন এবং এমনকি সাধারণ মানুষ।
সূত্রমতে জানাযায় আব্দুল হাকিম সবুজ ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী ঘরোনা পরিবার থেকে উঠে আসা আব্দুল হাকিম সবুজ রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী কাজের সাথে যুক্ত থেকে এলাকার হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়ে ছাত্রলীগের রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন রেখে চলেছেন। শ্যামনগর সদরের সিরাজ উদ্দীন বলেন, আব্দুল হাকিম বিভিন্ন মেয়াদে ছাত্রলীগের পদে থাকলেও অর্থ কিংবা কোনো নেতিবাচক মোহ তাকে টলাতে পারেনি।ভদ্র নম্র কর্মী বান্ধব এই ছাত্র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ায় তীব্র নিন্দা জানান এই প্রবীন আওয়ামী নেতা।
এলাকা সূত্রে আরো জানাযায়, আব্দুল হাকিম সবুজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় গাত্র দাহ শুরু হয়েছে কিছু জামায়াত পন্থীদের।আব্দুল হাকিম সবুজ ছাত্রলীগের রাজনীতিতে একজন ত্যাগি ছাত্রনেতা হিসেবে জায়গা করে নিলেও বর্তমান সময়ে সভাপতি পদ নিয়ে বাধ সেজেছে কিছু কুচক্রী মহল এমনটাই মনে করছেন উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের আওয়ামী পরিবারের মানুষেরা।
এবিষয়ে আব্দুল হাকিম সবুজ বলেন,দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে থেকে কাজ করে যাচ্ছি।আমার পরিবার আওয়ামী ঘরোয়ানা হওয়ায় আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের সাথে জড়িত। দুই মেয়াদে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন ছাত্রলীগকে কখনো অবমূল্যায়ন হতে দেইনি।আমি ছাত্রলীগের সভাপতি প্রার্থী এটা অনেকেই সহ্য করতে পারছেনা।কিছু মানুষ তাদের স্বার্থ হাসিলের জন্য আমাকে বিভিন্নভাবে হেয় করে যাচ্ছে। আমি ভালো কাজ করে থাকলে নিশ্চয়ই ছাত্রলীগের শ্রদ্ধেয় ব্যক্তিরা আমাকে মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী।