মোঃ আশরাফুল ইসলাম সুমন,সিংড়া, নাটোর:
নাটোরের সিংড়ায় রানা প্রকাশনী-গ্রন্থাগারের আয়োজনে বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখায় তরুণ উদিয়মান কবি,লেখক, সুপ্রভাত উত্তরবঙ্গ’র সম্পাদক ও প্রকাশক রাজ কালামকে চয়েন বার্তা গুণিজন সম্মাননায় ভূষিত করা হয়।
আরো ৭জনকে বিশেষক্ষেত্রে চয়েন বার্তা সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে আলোচনা সভায় চয়েন বার্তার সম্পাদক ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে মননশীল সাহিত্য চর্চা ও সামাজিক অব্যক্ষয় রোধে লেখালেখির মাধ্যমে জনমত তৈরিতে আমাদেরও করনীয় শির্ষক মতবিনিময় সভা ও চয়েন বার্তা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অধ্যক্ষ আরিফ রায়হান,শিক্ষক মাও.ওমর ফারুক,সুপ্রভাত উত্তরবঙ্গের সম্পাদক ও প্রকাশক রাজ কালাম, মিজানুর রহমান রুবেল,মানবাধিকার কর্মী শরিফুল হাসান মৃধা,ইউপি সদস্য আবু হানিফ,সিংড়া অগ্রগতি ক্লাবের মহিলা সভাপতি রেখা খাতুন। কবিতা পাঠ করেন,প্রবীন কবি আবুল হোসেন,সরদার মোহাম্মাদ আলী,আব্দুস সবুর,খলিল মাহমুদ সহ অন্যরা।
আলোচনা সভা শেষে দৈনিক চলনবিলের কথা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি কবি নুরুজ্জামান সবুজ,দুর্জয় বাংলার সহযোগী সম্পাদক জয়নাল আবেদীন, কবি ও সাংবাদিক লতিফ মাহমুদ,সু-প্রভাত উত্তরবঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ(রাজ কালাম),কবি ও লেখক মাহবুব মান্নান কে গুণীজন সম্মাননা এবং কলামিস্ট বাবুল হাসান বকুল,চলনবিলের লেখক কবি ও সাংবাদিক সৌরভ সোহরাব, দৈনিক বাংলাদেশ চিত্র পত্রিকার সম্পাদক শিশু সাহিত্যিক ও কলামিস্ট মোহাম্মদ অংকনকে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি জাকারিয়া মাউসুদ,দোয়া পরিচালনা করেন মাও.ক্বারী মোঃ মিজানুর রহমান।