আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কৈডালা এলাকার তিনটি বাড়িতে আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ ও ৩০০০ লিটার ওয়াশ জব্দ করেছে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বাড়িগুলো একেবারে গ্রামের ভেতরে। সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারের প্রধান সড়ক হয়ে বাঁ পাশে কৈডালা ফৌজদার পাড়া এলাকায় এসব ছোট বাড়ি। এ জন্য সব সময় লোকজনের চলাচলে ব্যস্ত থাকে। কিন্তু দিন গড়িয়ে রাত হলেই এলাকাটির পরিবেশ বদলে যায়। অচেনা লোকের আনাগোনা বাড়তে থাকে। কারণ, বাড়িগুলো থেকে বিক্রি হয় চোলাই মদ। শুধু মদ বেচাকেনা নয়, রীতিমতো মদ তৈরি করা হয়।

ফৌজদার পাড়া এসব বাড়ি থেকে ১০০ লিটার চোলাই মদ ও ৩০০০ লিটার ওয়াশ জব্দ করা হয়েছে। মদের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সিংড়া থানায় দুইজনের নামে মামলা হয়েছে।

আজ বুধবার দুপুরে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে তিনটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযান চালানো তিনটি বাড়িতে প্রায় ৫টি ছোট ঘর রয়েছে। এসব ঘরই চোলাই মদের কারখানা। পচা ভাতের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে এই মদ তৈরি করা হয়। প্লাস্টিকের ড্রামে তৈরি করা মদ রাখা হতো। প্লাস্টিকের বোতল ও গ্লাসে করে ক্রেতাদের কাছে এই মদ বিক্রি করা হতো। মদ বিক্রি ছাড়াও চিহ্নিত মাদক ব্যবসায়ীরাও কৈডালা ফৌজদার পাড়া আদিবাসী পল্লীর এই বাড়িতে আশ্রয় নেন বলে জানা গেছে।

উপ-পরিদর্শক তাইজুল ইসলাম বলেন, বহুদিন ধরে খবর ছিল যে সিংড়া উপজেলার কৈডালা ফৌজদার পাড়া আদিবাসী পল্লীতে চোলাই মদের ব্যবসা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে আজ সেখানে অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ ও ৩০০০ লিটার ওয়াশ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জব্দ হওয়া মদ ঘটনাস্থলেই মাটিতে ঢেলে দিয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান চালানো একটি বাড়ির মালিক মাদক ব্যবসায়ী মিঠু কর্মকার। তবে তাঁকে পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে