ক্রীড়া ডেস্ক:
উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচ জয়হীন ক্রোয়েশিয়া। শুক্রবার রাতের ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লুকা মডরিচের দল।
স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে শুরুটা ভালো হয়নি ক্রোয়াটদের। দ্বিতীয় মিনিটেই গোল হজম করতে গিয়ে রক্ষা পায় ক্রোয়েশিয়া। দারুণ ব্লক করে ক্রোয়াটদের সুরক্ষিত রাখেন অভিজ্ঞ ডোমাগোই ভিডা। হতাশ না হয়ে চেষ্টা অব্যাহত রাখে চেক রিপাবলিক। এর ফল পায় তারা বিরতির আগে।
৩৫ মিনিটে নিজেদের বক্সে প্যাটট্রিক শিককে ফাউল করেন ক্রোয়েশিয়ার ডেয়ান লভরেন। ভিডিও অ্যাসিস্টেন্টের (ভিআর) সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি স্পট থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন শিক। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেক রিপাবলিক।
বিরতির পরপরই সমতায় ফেরে ক্রোয়েশিয়া। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ইভান পেরিসিচ। এরপর অবশ্য আরেক বার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ সমতায় মাঠ ছাড়ে দুই দল।
ড্রয়ের পরও দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে আছে চেক রিপাবলিক। আর আজকের ম্যাচে ১ পয়েন্ট তুলে ইউরোর পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো ক্রোয়েশিয়ার। তবে টানা দ্বিতীয় ম্যাচে জয় বঞ্চিত থাকায় তাদের অবস্থান তিনে।