চীনের উত্তরাঞ্চলের শিনজি প্রদেশে শনিবার একটি দো-তলা রেস্তোরাঁর একাংশ হঠাৎ ধসে পড়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে বলে স্থানীয় প্রশাসনের আশঙ্কা। ধ্বংসস্তুপ থেকে উদ্ধার ৪৫ জনের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চীনের সংবাদমাধ্যম ‘সিজিটিএন’ জানিয়েছে, শনিবার দুপুরে ওই রেস্তোরাঁয় উপস্থিত গ্রাহক ও কর্মীরা কেউ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যায়।
বিকট শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা অনেকেই ভূমিকম্প হয়েছে আশঙ্কা করে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধার কর্মীরাও।