মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক চীনে যেতে চান, তাদের করোনার নেগেটিভ সনদ লাগবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে সেই সনদ সরবরাহ করতে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) এমনই ঘোষণা দিয়েছেন চীনের কর্মকর্তারা। খবর নিউইয়র্ক পোস্ট
শুধু যুক্তরাষ্ট্রেরই নয়, অন্য যেসব দেশের যাত্রীরা চীন হয়ে অন্য দেশে যেতে চান তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। ১৫ সেপ্টেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চীন বর্তমান সময়ে যে সকল নিষেধাজ্ঞা আরোপ করছে তারই একটা অংশ হিসেবে করোনার নেগেটিভ সনদ চাওয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে চীনের এমন সিদ্ধান্তে মার্কিন সরকারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
করোনাভাইরাস নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে স্নায়ুযুদ্ধ বিশ্বের জন্য বড় উদ্বেগের কারণ। করোনা মহামারির মধ্যে দুই পরাশক্তির মধ্যে বিভাজন ক্রমবর্ধমান হারে বেড়েই চলছে। এর আগে উভয় দেশ কয়েক দফায় কূটনীতিক পর্যায়ে বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন করেছে।