নিজস্ব প্রতিবেদক:

চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহার অনুমোদন দিয়েছে বাংলাদেশ। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রয়োগ করা হবে।

আজ বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান প্রেস ব্রিফিংয়ে একথা জানান।

তিনি বলেন, আজ আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে। অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দেশে একইসঙ্গে চীন এবং রাশিয়ার টিকা যাতে উৎপাদন করা যায়, সে প্রক্রিয়া চলমান। বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান টিকা উৎপাদন করতে পারেব।

সব প্রক্রিয়া মেনে টিকা উৎপাদনে যেতে কমপক্ষে ছয়মাস সময় লাগবে বলেও জানায় অধিদপ্তর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে