নিজস্ব প্রতিবেদক : চীনের হুবেই প্রদেশের ব্যাপক আলোচিত, সবার পরিচিত উহান শহর। সারা বিশ্বের মানুষ এই শহরটির সাথে পরিচিত হয়েছে বিশেষ এক কারণে। সবাই নিশ্চিত,সারাবিশ্ব যে মহামারী করোনায় আতংকিত সেই করোনা ভাইরাসের উৎপত্তি এই উহান নগরী থেকে । উহান নগরীর হুয়াজং ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় বর্ষে অধ্যায়নরত সাইয়্যেদা সুফিয়া সুমি। তিনি এবার বাাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ” সুপ্রভাত উত্তরবঙ্গ ” পরিবারের সাথে যুক্ত হলেন।
আজ থেকে তিনি সুপ্রভাত উত্তরবঙ্গ’র বিশেষ প্রতিনিধি উহান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি বাংলাদেশের সবার জন্য শুভ কামনা করে নিজের জন্য দোয়া চেয়েছেন।