নিজস্ব প্রতিবেদক:

চীনের উপহার দেয়া ৫ লাখ ডোজ সিনোফার্মের করোনা টিকা ঢাকায় পৌঁছেছে। বেইজিং থেকে বুধবার (১২ই মে) ভোরে টিকা নিয়ে কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে অবতরণ করে টিকাবাহী সি-১৩০জে পরিবহন বিমানটি।

এসময় টিকা গ্রহণ করেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

বিমান বাহিনীর ঘাটি থেকে টিকা নিয়ে যাওয়া হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরপর সকাল ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরে চীনের উপহার দেয়া ৫ লাখ টিকা হস্তান্তর করা হবে।

এরআগে, সোমবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং জানিয়েছেন, করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে তার দেশ। এ লক্ষ্যে সিনোফার্মের ৫ লাখ টিকা  উপহার দেয়া হচ্ছে। সম্প্রতি সিনোফার্মের এই টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গেল ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের করোনা টিকা জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে