নীলফামারী সংবাদদাতা :
দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে আজ নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত দিবাকালীন ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (রোববার) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন।
এতদিন নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত যাতায়াতের জন্য নীলসাগর এক্সপ্রেস নামে একটি নৈশকালীন ট্রেন চালু থাকলেও, দিনের বেলা ট্রেন না থাকায় স্থানীয়দের চলাচলে সমস্যা সৃষ্টি হত। যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে অবশেষে এই রুটে দিবাকালীন ট্রেন চালু হতে যাচ্ছে।
এই রেলপথটি আন্তর্জাতিক ট্রেনের রুট হিসেবে ভারতের সাথে যোগাযোগ স্থাপন করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্রেনটি শনিবার বাদে প্রতিদিন ভোর ৬ টায় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি চালু হলে স্থানীয়দের জীবনযাত্রা আরো সহজ করবে বলে মনে করেন সংশ্লি¬ষ্টরা।