হাবিবুর রহমান চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ফেনসিডিল উদ্ধার এবং ২২টি মাদক মামলার আসামীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

চিলমারী মডেল থানা সূত্রে জানা যায়, গত শনিবার মধ্যরাতে চিলমারী মডেল থানা পুলিশ পরিদর্শক এর নেতৃত্বে অফিসারদেরকে সাথে নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সবুজপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী খোকার বাড়ী থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তির নামে বিভিন্ন থানায় ২২ টি মামলা রয়েছে। অপরদিকে একই এলাকা থেকে জীবন চৌধুরী (১৯), রবিউল ইসলাম (৪৮) এবং লালমনিরহাট সদর ফকিরপাড়া এলাকার খোরশেদ আলী নামে এক ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনায়ারুল ইসলাম আটককৃতদের নামে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন বলে নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে