Dhaka ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চিলমারীতে স্কুলের মাঠ দখল করে রাস্তার কাজের মালামাল রাখায় নষ্ট হচ্ছে পরিবেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৭৮ Time View

হাবিবুর রহমান,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে দক্ষিণ রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাস্তার কাজের সামগ্রী রেখে কাজ করায় নষ্ট হচ্ছে পরিবেশ বলে অভিযোগ তুলেছেন এলকাবাসীর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহায়তায় পার্শবর্তী উলিপুর উপজেলার রাস্তার কাজের কার্পেটিং কাজ ব্যবহৃত সামগ্রী ওই বিদ্যালয় মাঠে রাখা হয়েছে মর্মে অভিযােগ উঠেছে। জানাগেছে, পাশ্ববর্তী উলিপুর উপজেলার রাণীগঞ্জ রাস্তা হতে মন্ডলের হাট পর্যন্ত প্রায় সাড়ে ৪হাজার মিটার রাস্তা কার্পেটিংয়ের কাজ পায় কুড়িগ্রামের লুৎফর রহমান বকসি’র ঠিকাদারী প্রতিষ্ঠান। এজন্য কার্পেটিংকৃত রাস্তার পাথর ও পিচ মিশ্রনের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের প্লাট মেশিন বসানাে হয়েছে, চিলমারী উপজেলার ব্যাপারীরহাট সংলগ্ন দক্ষিণ রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। এতে প্লাট মেশিন থেকে সৃষ্ট ধােঁয়ায় বিদ্যালয়টির নবনির্মিত ভবন,আশপাশে থাকা বাড়ী-ঘর ও পাশ্বে থাকা হাফেজি মাদ্রাসাসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে এলাকাবাসীর অভিযােগ তুলেছে। সরেজমিনে গতকাল দুপুর ব্যাপারীরহাট সংলগ্ন দক্ষিণ রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গেলে চােখে পড়ে ঠিকাদারের পাথর,বালি,ইট ও প্লাট মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদী এবং ধােঁয়ার কুন্ডলী। অবস্থাদৃষ্টি মন হয়ে যান ঠিকাদারী প্রতিষ্ঠানের গুদাম ঘর। এসময় এলাকাবাসী আনিছুর রহমান, রঞ্জু মিয়া, আহাবর আলী, রবিউল ইসলাম বলেন,পরিবেশ দুষোন থেকে রক্ষার জন্য উলিপুর উপজেলার কাজ করতে ঠিকাদারকে কােথাও প্লাট মেশিন বসাতে না দেয়ায়, মেশিনটি গতকাল থেকে আমাদের উপজেলায় বসানাে হয়েছে। এই মেশিন বসানাের ফলে আমাদের এলাকায় ব্যাপক পরিবেশ দুষোণসহ বায়ু দুষোন হচ্ছ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের যােগসাজসে বিদ্যালয় মাঠে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্লাট মেশিন বসানাে হয়েছে মর্মেও অভিযােগ রয়েছে। দক্ষিণ রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাে.এমদাদুল হক জানান,আমার অনুমতি নিয়ে স্কুল মাঠে মেশিন বসানাে হয়নি। তবে আমি ঠিকাদারর সাথে পাশ্ববর্তী কবরস্থান,নুরানী মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসা কৃর্তপক্ষের কথা বলেছি। ঠিকাদার সেখান কিছু সহযাগীতা করবে। এবিষয়ে উপজলা শিক্ষা অফিসার মাে.আবু সালেহ মুঠােফোনে কথা হলে তিনি জানান,ভাচুর্য়াল মিটিংয়ে আছি,আগামীকাল বিষয়টি দখবাে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাে.মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই,খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

চিলমারীতে স্কুলের মাঠ দখল করে রাস্তার কাজের মালামাল রাখায় নষ্ট হচ্ছে পরিবেশ

Update Time : ০৬:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

হাবিবুর রহমান,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে দক্ষিণ রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাস্তার কাজের সামগ্রী রেখে কাজ করায় নষ্ট হচ্ছে পরিবেশ বলে অভিযোগ তুলেছেন এলকাবাসীর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহায়তায় পার্শবর্তী উলিপুর উপজেলার রাস্তার কাজের কার্পেটিং কাজ ব্যবহৃত সামগ্রী ওই বিদ্যালয় মাঠে রাখা হয়েছে মর্মে অভিযােগ উঠেছে। জানাগেছে, পাশ্ববর্তী উলিপুর উপজেলার রাণীগঞ্জ রাস্তা হতে মন্ডলের হাট পর্যন্ত প্রায় সাড়ে ৪হাজার মিটার রাস্তা কার্পেটিংয়ের কাজ পায় কুড়িগ্রামের লুৎফর রহমান বকসি’র ঠিকাদারী প্রতিষ্ঠান। এজন্য কার্পেটিংকৃত রাস্তার পাথর ও পিচ মিশ্রনের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের প্লাট মেশিন বসানাে হয়েছে, চিলমারী উপজেলার ব্যাপারীরহাট সংলগ্ন দক্ষিণ রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। এতে প্লাট মেশিন থেকে সৃষ্ট ধােঁয়ায় বিদ্যালয়টির নবনির্মিত ভবন,আশপাশে থাকা বাড়ী-ঘর ও পাশ্বে থাকা হাফেজি মাদ্রাসাসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে এলাকাবাসীর অভিযােগ তুলেছে। সরেজমিনে গতকাল দুপুর ব্যাপারীরহাট সংলগ্ন দক্ষিণ রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গেলে চােখে পড়ে ঠিকাদারের পাথর,বালি,ইট ও প্লাট মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদী এবং ধােঁয়ার কুন্ডলী। অবস্থাদৃষ্টি মন হয়ে যান ঠিকাদারী প্রতিষ্ঠানের গুদাম ঘর। এসময় এলাকাবাসী আনিছুর রহমান, রঞ্জু মিয়া, আহাবর আলী, রবিউল ইসলাম বলেন,পরিবেশ দুষোন থেকে রক্ষার জন্য উলিপুর উপজেলার কাজ করতে ঠিকাদারকে কােথাও প্লাট মেশিন বসাতে না দেয়ায়, মেশিনটি গতকাল থেকে আমাদের উপজেলায় বসানাে হয়েছে। এই মেশিন বসানাের ফলে আমাদের এলাকায় ব্যাপক পরিবেশ দুষোণসহ বায়ু দুষোন হচ্ছ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের যােগসাজসে বিদ্যালয় মাঠে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্লাট মেশিন বসানাে হয়েছে মর্মেও অভিযােগ রয়েছে। দক্ষিণ রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাে.এমদাদুল হক জানান,আমার অনুমতি নিয়ে স্কুল মাঠে মেশিন বসানাে হয়নি। তবে আমি ঠিকাদারর সাথে পাশ্ববর্তী কবরস্থান,নুরানী মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসা কৃর্তপক্ষের কথা বলেছি। ঠিকাদার সেখান কিছু সহযাগীতা করবে। এবিষয়ে উপজলা শিক্ষা অফিসার মাে.আবু সালেহ মুঠােফোনে কথা হলে তিনি জানান,ভাচুর্য়াল মিটিংয়ে আছি,আগামীকাল বিষয়টি দখবাে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাে.মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই,খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।