হাবিবুর রহমান,চিলমারী,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে সিন্ডিকেট সৃষ্টির মাধ্যমে দলিল লেখকরা প্রায় ২মাস ধরে জমি দলিল বন্ধ রেখেছেন।
ফলে জমি দলিল করতে না পেরে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা জানা গেছে,উপজেলা সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে সপ্তাহে এক দিন জমি দলিল হয়। অজানা কারনে সিন্ডিকেট সৃষ্টির মাধ্যমে দলিল লেখকরা জমির দলিল সাব-রেজিষ্ট্রারের নিকট উপস্থাপন না করায় প্রায় ২মাস ধরে জমি রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে জমি দলিল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন জমির মালিকরা। অফিসের সকল কার্যক্রম চালু থাকলেও দলিল লেখকরা দলিল উপস্থাপন না করায় জমির দলিল বন্ধ রয়েছে। বিভিন্ন সুত্রে জানা গেছে বর্তমান সাব-রেজিষ্ট্রার দলিল লেখক সমিতির সভাপতির নির্দেশিত পথে না চলায় তিনি এমন পরিস্থিতির সৃষ্টি করেছেন। প্রভাবশালী ওই সভাপতির ভয়ে সাধারন দলিল লেখকরাও দলিল উপস্থাপন থেকে বিরত রয়েছেন। অফিসের কার্যক্রম বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন সাধারন দলিল লেখকরা। জমি দলিল করতে না পারা ভূক্তভোগী মাচাবান্ধা এলাকার তপু সাহা জানান, বোনের বিয়ে দিতে জমি বিক্রি করেছেন তিনি। কিন্তু জমি দলিল না হওয়ার ক্রেতা টাকা পরিশোধ করছেন না ফলে বোনের বিয়ে নিয়ে তিনি বিপদে রয়েছেন। দলিল লেখক সমিতির সভাপতি এনামুল হক জানান,কোর্টের রায় প্রাপ্ত একটি জমির দলিল পার না করায় রেজিষ্ট্রি অফিসে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সে পরিস্থিতি থেকে রক্ষার জন্য দলিল বন্ধ রাখা হয়েছে। এছাড়াও জমি দলিলের বিষয়ে সাব-রেজিষ্ট্রারের সাথে দলিল লেখকদের সমন্ব না হওয়ায় তারা দলিল উপস্থান করছেন না। উপজেলা সাব-রেজিষ্ট্রার রায়হান হাবিব বলেন,আমি অফিসে থাকলেও কোন দলিল উপস্থাপন না করায় দলিল হচ্ছে না। দলিল না দেয়ার বিষয়ে দলিল লেখকরা আমাকে কিছু না জানিয়ে দলিল দেয়া থেকে বিরত থাকায় প্রায় দু’মাস থেকে জমি দলিল হচ্ছে না।